ঢাকা , বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

‘তৃণমূল বিএনপি’র চেয়ারম্যান শমসের মবিন ৪ দিনের রিমান্ডে

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১০-০২-২০২৫ ০১:৫০:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০২-২০২৫ ০১:৫০:৩৩ অপরাহ্ন
‘তৃণমূল বিএনপি’র চেয়ারম্যান শমসের মবিন ৪ দিনের রিমান্ডে ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক নাজমুল হাসান। এসময় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সকাল ১০টা থেকেই যাত্রাবাড়ী এলাকায় শান্তিপূর্ণ আন্দোলন করছিল ছাত্র-জনতা। ওইদিন বিকেল ৫ টায় যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তার উপরে পারভেজ মিয়া আসামিদের ছোঁড়া গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে শুরুতর জখম হন। পরে তাকে মুগদা মেডিক্যালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পারভেজ মিয়াকে বাঁচানো যায়নি।

বিডি-প্রতি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ