ঢাকা , বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হিল যত উঁচু হয় তত বেশি সিদ্ধান্ত নিয়ে আফসোস করি’

বিনোদন ডেক্স
আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০৫:২৫:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০৫:২৫:২৭ অপরাহ্ন
হিল যত উঁচু হয় তত বেশি সিদ্ধান্ত নিয়ে আফসোস করি’ ফাইল ছবি
বেগুনি রঙের থাই স্লিট একটি গাউন পরনে নুসরাত ভারুচা। অভিনেত্রী হাই হিলের জুতা পরতে চাচ্ছেন না কিন্তু তার সহকারী তাকে সোনালি রঙের হাই হিল পরানোর চেষ্টা চালিয়েই যাচ্ছেন। এরপর অভিনেত্রী রাজি হন এবং এক পায়ে দাঁড়িয়ে থাকেন।

সম্প্রতি এমনই এক ভিডিও পোস্ট করেছেন সোশ্যালে, যা দেখেই বোঝা যাচ্ছে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন নুসরাত।
ভিডিও পোস্ট করে অভিনেত্রী জানালেন, কোন কাজ করলে তিনি তার নেওয়া সিদ্ধান্তের কারণেই আফসোস করেন।



অভিনেত্রী লেখেন, 'হিল যত উঁচু হয় তত বেশি আমি আমার নেওয়া সিদ্ধান্তের কারণে আফসোসের কাছাকাছি পৌঁছে যাই।'

মজার ছলে করা তার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মন্তব্যের ঘরে এক ব্যক্তি লেখেন, 'বলিউডের অন্যতম সুন্দরী এবং গুণী অভিনেত্রী।
' আরেকজন লেখেন, 'আপনি দিন দিন আসিনের মতো হয়ে যাচ্ছেন দেখতে।'

এদিকে নুসরাত ভারুচাকে সর্ব শেষ দেখা গেছে 'আকেলি' সিনেমাতে। আগামীতে তাকে দেখা যাবে বান টিক্কি, ছোরি ২ ছবিতে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ