ঢাকা , বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ফার্মগেটে তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার,

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০৫:২২:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০৫:২২:৪৩ অপরাহ্ন
ফার্মগেটে তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, ফাইল ছবি
রাজধানীর শেরেবাংলানগর থানাধীন ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে ফুটপাতে তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ডিএমপির সিটিটিসির বোম ডিসপোজাল টিম সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১০ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে ফার্মগেট এলাকায় বোমাসদৃশ বিষয় সম্পর্কে জানানো হয়।
সংবাদের ভিত্তিতে শেরেবাংলানগর থানা পুলিশের একটি টিম ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে একটি কালো রঙের ব্যাগে তিনটি ককটেলসদৃশ বস্তু দেখতে পায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও এর আশপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, বোমাসদৃশ বস্তু পাওয়ার বিষয়টি শেরেবাংলানগর থানা পুলিশ সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটকে জানালে বোম ডিসপোজাল ইউনিটের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে যায়।

এরপর পুরনো বাণিজ্য মেলা মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ