ডেমরায় মহিলা দলের ঝাড়ু মিছিল
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২১-০১-২০২৫ ০২:২১:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০১-২০২৫ ০২:২১:৪১ অপরাহ্ন
ফাইল ছবি
রাজধানীর ডেমরায় বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল ১০ টায় রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার চৌরাস্তা এলাকায় ঝাড়ু মিছিল করে ডেমরা থানা মহিলা দলের নেতাকর্মীরা।
ঝাড়ু মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি ও ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক নায়লা ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর হঠাৎ করে দলে সরব হয়েছেন সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ ও তার অনুগামী কয়েকজন। বিগত আন্দোলন সংগ্রামের ১৭ বছর রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি। এখন সুসময় দেখে আবারও নেতাকর্মীদের কাঁধে চড়ে এমপি হওয়ার জন্য দিবাস্বপ্নে বিভোর হয়ে আছেন। তার এমপি হওয়ার স্বপ্ন, স্বপ্নই রয়ে যাবে। পূর্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার গুণ্ডাপাণ্ডারা আমাদের দলের নেতাকর্মীদের গুম-খুনের হুমকি দিতো, আর এখন হুমকি দেয় 'দৌড় সালাউদ্দিন'।
তিনি বলেন, দ্রুত সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার না করলে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।
উল্লেখ্য, ১৮ জানুয়ারি এক সভায় প্রকাশ্যে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলামকে মেরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হুমকি দেয় সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ। এর প্রতিবাদে সালাউদ্দিনকে দল থেকে বহিষ্কারের দাবিতে আজ ঝাড়ু মিছিল করে মহিলা দলের নেতাকর্মীরা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স