ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পর্দা মাতাবে যেসব ঢাকাই সিনেমা

বিনোদন ডেক্স
আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৩:১৫:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৩:১৫:৪৬ অপরাহ্ন
পর্দা মাতাবে যেসব ঢাকাই সিনেমা ফাইল ছবি
ব্যবসায়িক সফলতার দিক থেকে ২০২৪ সাল খুব একটা ভালো কাটেনি ঢাকাই চলচ্চিত্র। তাই সে আশা পূরণে প্রত্যাশা নিয়ে শুরু হলো নতুন বছর ২০২৫। চলতি বছরও মুক্তির দৌড়ে আছে বেশ কয়েকটি সিনেমা। আর সেসব চলচ্চিত্রের মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা।


চলুন দেখে নেওয়া যাক এ বছর মুক্তি পেতে যাচ্ছে ঢালিউডের কোন কোন সিনেমা—

বরবাদ

চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিব খান অভিনীত সিনেমা 'বরবাদ'। এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটি হয়ে পর্দায় আসছেন কলকাতার ইধিকা পাল। এ ছাড়া সিনেমায় আরও রয়েছেন টালিউডের যিশু সেনগুপ্ত ও নুসরাত জাহান। এটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। এর আগে বক্লবাস্টার হিট 'প্রিয়তমা'সিনেমায় শাকিব-ইধিকার কেমিস্ট্রি সাড়া ফেলে দর্শকমহলে।
আরও পড়ুন
মুক্তির পরই আলোচনার শীর্ষে 'স্কুইড গেম টু'

তাণ্ডব

'তুফান'র পর এবার ঈদুল আজহাতেও চমক দেখাবেন শাকিব খান-রায়হান রাফী। সিনেমার নাম 'তাণ্ডব'। যদিও বিষয়টি নিয়ে এখনও নিশ্চুপ আছেন নায়ক-নির্মাতা। স্পষ্ট করে কিছুই বলছেন না কেউই। তবে আশা করা হচ্ছে ঈদেই মুক্তি পাবে সিনেমাটি।

সাবা

মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা 'সাবা'। এতে নাম ভুমিকায় দেখা যাবে তাকে। সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। চলতি বছরের শুরুর দিকেই মুক্তি পেতে পারে এটি। যদিও এখনও চূড়ান্ত হয়নি সিনেমা মুক্তির তারিখ।

নীলচক্র

এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। সিনেমার মূল আকর্ষণ সংগীতশিল্পী বালাম। তাকেও প্রথমবারের মতো চলচ্চিত্রে দেখতে পাবেন দর্শকরা। নীলচক্র ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, দীপান্বিতা মার্টিন, খালেদা আক্তার কল্পনা, প্রিয়ন্তী ঊর্বী, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, মাসুম রেজওয়ান প্রমুখ। সিনেমাটি নির্মাণ করেছেন মিঠু খান।

দাগী

'সুড়ঙ্গ'র পর আফরান নিশো ও তমা মির্জা ফের জুটি বেঁধেছেন 'দাগী'। রোমান্স, ড্রামা ও অ্যাকশন ঘরানায় সিনেমাটি বানিয়েছেন শিহাব শাহীন। এতে বিশেষ চরিত্রে দেখা যাবে সুনেরাহ বিনতে কামালকে। এ বছর যেকোনো একটি ঈদে মুক্তি পেতে পারে চলচ্চিত্রটি।

ঠিকানা বাংলাদেশ

এই সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্বগাঁথা তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন, ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, বাধন লিংকন প্রমুখ। সিনেমাটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। প্রথমে সিনেমার নাম 'ফুটবল ৭১'ঠিক করা হলেও পরবর্তীতে তা বদলে রাখা হয়েছে 'ঠিকানা বাংলাদেশ'।

রিকশা গার্ল

চলতি বছর মুক্তি পেতে পারে অমিতাভ রেজা নির্মিত সিনেমা 'রিকশা গার্ল'। পেতে পারে। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখিকা মিতালী পারকিন্সের একটি বইয়ের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি। নাম ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান।

কবি

চলতি বছরে মুক্তির তালিকায় হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় 'কবি' সিনেমাটিও। এতে প্রধান চরিত্রে শরিফুল রাজ এবং তার বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে।

এ ছাড়া নতুন বছরে মুক্তির তালিকায় রয়েছে সানী সানোয়ার পরিচালিত ও আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ অভিনীত 'এশা মার্ডার', রায়হান রাফী পরিচালিত ও আরিফিন শুভ অভিনীত 'নূর'সহ বেশ কিছু সিনেমা।

আরটি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ