ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্লোগানে উত্তাল শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসি দাবি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৬:২৭:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৬:২৭:২৫ অপরাহ্ন
স্লোগানে উত্তাল শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসি দাবি ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে। শিক্ষার্থী ও জনতা সেখানে শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছেন।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে শহীদ মিনার এলাকায় এ চিত্র দেখা যায়। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।

এসময় 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই', 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে', 'দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা', 'আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ', 'গোলামি না আজাদি, আজাদি-আজাদি', 'দালালি না রাজপথ, রাজপথ রাজপথ' প্রভৃতি স্লোগান দিতে শোনা যায়।

বক্তারা বলেন, শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি, এর মধ্যে স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছেন কেউ কেউ। যখনই আমরা চিরতরে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে চাই, তখনই সুশীল বেশে কিছু ব্যক্তি ও দল বিরোধিতায় নেমে যায়। আমরা প্রয়োজনে তাদেরও প্রতিহত করব।

বিডি প্রতি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ