ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এসেছি গো আমি এসেছি

বিনোদন ডেক্স
আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৪:১৮:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৪:২৫:৪০ অপরাহ্ন
এসেছি গো আমি এসেছি ফাইল ছবি
 
এসেছি গো আমি এসেছি 
            এম.এস.কাকন
   
একটি সুন্দর সকাল
তোমায় দেবো বলে
এসেছি গো আমি এসেছি
প্রতি মূহুর্তে তোমার হৃদয়ে
যে উত্তাল ঢেউ তা শান্ত করতে
এসেছি গো আমি এসেছি
তোমার মন-গগনে
নীলাভ রঙের আলপনা
আরে! এতো আমারও কল্পনা
রোদ মাখানো দুপুরে
শানপৌড়ের পুকুরে
বটবৃক্ষের তলে
শীতল হাওয়ায় দোলাতে
এসেছি গো আমি এসেছি।
শুভ্র সাদা বিকেলে
কৃষ্ণচূড়ার বাগানে
লালপরীর সাজে
এসেছি গো আমি এসেছি।
সূর্য মামার বিয়োগে
তোমার ভুবন জ্বালাতে
এসেছি গো আমি এসেছি।
সারা রাতের ঘুমপাড়ানি
নইতো আমি মাসি পিসি
হতে তোমারই অর্ধাঙ্গিনী
এসেছি গো আমি এসেছি।

          

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ