ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পুরুষদের নিয়ে বিখ্যাতদের কিছু উক্তি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৪:২১:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৪:২১:৩২ অপরাহ্ন
পুরুষদের নিয়ে বিখ্যাতদের কিছু উক্তি ফাইল ছবি
আন্তর্জাতিক পুরুষ দিবস আজ। দিবসটি সূচনা হয় ১৯৯৯ সালের ১৯ নভেম্বর। পুরুষের প্রতি বৈষম্য বিলোপ ও স্বাস্থ্যগত বিভিন্ন সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রতি বছর এই দিবস পালন করা হয়। চলতি বছর আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, 'পুরুষ ও ছেলেদের স্বাতন্ত্র্য'।

পুরুষ দিবস চালুর উদ্যোগ নিয়েছিলেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ড. জেরোম তিলাকসিং। যদিও ১৯৬০ সাল থেকেই পুরুষদের জন্য একটা দিবস নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ২৩ ফেব্রুয়ারিকে পুরুষ দিবস বানাতে একটা দল গোপনে কাজ শুরু করেছিল। কিন্তু সে চেষ্টা সফল হয়নি। পরবর্তীতে ১৯ নভেম্বরই পুরুষ দিবস হিসেবে স্বীকৃতি পায়।

বিশ্বজুড়ে নারী দিবস সাড়ম্বরে উৎযাপন হলেও পুরুষ দিবস নিয়ে এখনো তেমন মাতামাতি দেখা যায় না। পৃথিবীর আদি থেকে নারীকে নিয়ে পুরুষের যত আগ্রহ-উদ্দীপনা আর পাগলামি; পুরুষকে নিয়ে নারীদের মধ্যে তা তুলনামূলক কম। পুরুষকে নারীসহ বিখ্যাত ব্যক্তিরা কীভাবে দেখেন সে সম্পর্কিত কিছু উক্তি তুলে ধরা হলো পাঠকদের উদ্দেশে-

পুরুষ নিয়ে এক ডজন উক্তি

১. পুরুষের বুদ্ধি নিয়ে নোবেলজয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, পুরুষের বুদ্ধি খড়গের মতো, শান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম-কাটা ছুরির মতো, যতই ধার দাওনা কেনো, তাতে বৃহৎ কাজ চলে না।

২. প্রখ্যাত বাঙালি নাট্যকার ও কথাসাহিত্যিক মীর মশারফ হোসেন বলেছেন, পুরুষের দশ দশা, কখনও হাতি কখনও মশা ।

৩. বাংলাদেশি লেখক ও অধ্যাপক হুমায়ূন আজাদ বলেছেন, ছেলেটি তার বিছানা গুছিয়ে না রাখলে মা খুশি হয়, দেখতে পায় একটি পুরুষের জন্ম হচ্ছে; কিন্তু মেয়েটি বিছানা না গোছালে একটি নারীর মৃত্যু দেখে মা আতংকিত হয়ে পড়ে।

৪. বিখ্যাত আইরিশ কবি অস্কার ওয়াইল্ড বলেন, যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে, তখন সে তার জন্য সব কিছু করতে পারে। কেবল তাকে ভালবেসে যেতে পারে না।

৫. কবি জে বি ইয়েটস বলেছেন, যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোন জিনিস বুঝতে পাৱার গৌরব করতে পারে।

৭. কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, কোন কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারী, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে, বিজয়ী লক্ষ্মী নারী।

৮. জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বলেছেন, বিলাই আর পুরুষ মানুষ এই দুই জাতের কোন বিশ্বাস নাই। দুইটাই ছোকছুকানি জাত।

৯. জর্জ বার্নাড শ বলেছেন, পুরুষের লক্ষ্য রাখা উচিত যত দিন বেশী তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে ।

১০. ভারতীয় সাহিত্যিক সমরেশ মজুমদার বলেছেন, পুরুষ মানুষ চিতায় উঠেও যদি একবার চোখ মেলার সুযোগ পায় তবুও সেটা মেলবে মেয়েদের দিকে।

১১. ভারতীয় নারী সাহিত্যিক প্রতিভা বসু বলেছেন, পুরুষের দেহ বড় বিশ্বাসঘাতক, জান্তব। নারী দেহের তাপ সইতে পারে না, ঘিয়ের মতো গলে যায়।

১২. রেদোয়ান মাসুদ নামে একজন লেখক বলেছেন, বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ