ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অপরাজিত থেকে দলকে হারালেন সাকিব!

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৭:২৯:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৭:২৯:১১ অপরাহ্ন
অপরাজিত থেকে দলকে হারালেন সাকিব! ফাইল ছবি
টি-টেনের ম্যাচে বাংলা টাইগার্সের হয়ে ২২ বলে ১৫ রান করে দলকে হারিয়েছেন সাকিব আল হাসান। মারতে পারেননি কোন চার-ছক্কা। এই লিগে খেলার ভাষা একটাই, প্রথম বল থেকেই ব্যাট চালাও। সেখানে সাকিবের ওয়ানডে মেজাজের ব্যাটিং দলকে ৭২ রান পুজি এনে দেয়।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আবুধাবিতে ডেকান গ্লাডিয়েটরর্সের বিপক্ষে বাংলা টাইগার্স ম্যাচে এ ঘটান তিনি।

এদিন ৬ নম্বরে উইকেটে আসেন সাকিব। তখন বাংলা টাইগার্সের রান ২ দশমিক ২ ওভারে ২৩। অন্য সংস্করণ হলে এখান থেকে হয়তো ইনিংস ধরে খেলার প্রসঙ্গ উঠত। কিন্তু খেলাটা তো ৬০ বলের, উইকেট ধরে রেখে কী হবে! চার-ছক্কাই আসল। সাকিব এই চার-ছক্কাই মারতে পারেননি। ২২টি বল খেলা এই অলরাউন্ডার একটিও বাউন্ডারি পাননি। স্ট্রাইক রেট ছিল ৬৮ দশমিক ১৮।

এরপর অষ্টম ওভারে উইকেটে আসেন রশিদ খান। তিনি ৮ বল খেলে দুটি বাউন্ডারি মারেন। অপরাজিত সাকিবের এমন ইনিংসের কারণে বাংলা টাইগার্স মাত্র ৭২ রান তুলে। আজ তারা হেরেছে ৯ উইকেটে। সাকিব বল করেছিলেন ১টি, সেটিতেও বড় ছক্কা মেরেছেন পুরান। সেই ছক্কাতে দলের জয় নিশ্চিত করেন এই বাঁহাতি।

এদিন টি-টেনের দুই ম্যাচে একটিতে ১২ বলে ১৯ রান, আরেকটিতে ১৯ বলে অপরাজিত ২৯ রান করেন সাকিব। আজকের ম্যাচগুলোতে টি-টেনসুলভ ব্যাটিংটা করতে পারেননি তিনি।

এদিকে এখন পর্যন্ত ৬ ম্যাচে সাকিবের দলের জয় মাত্র ২টিতে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ