ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বেকারত্বের হার প্রায় ৫০ শতাংশ : ত্রাণ উপদেষ্টা

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৬-১০-২০২৪ ০৫:৩৭:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৪ ০৫:৩৭:৪৪ অপরাহ্ন
বেকারত্বের হার প্রায় ৫০ শতাংশ : ত্রাণ উপদেষ্টা ফাইল ছবি
মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ‌'দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যার পর কিছু এলাকা পরিদর্শন করে এবং গ্রামাঞ্চলের তথ্যে দেখা গেছে, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের হার প্রায় ৫০ শতাংশ। এর ফলে নারী ও শিশুদের মধ্যে পুষ্টির বড় ধরনের ঘাটতি থেকে যাচ্ছে।'

আজ বুধবার মহাখালির ব্র্যাক সেন্টারে আয়োজিত বন্যা-পরবর্তী পুনর্বাসন ও পুনরুদ্ধার কার্যক্রমবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান।
উপদেষ্টা ফারুক ই আজম বলেন, 'ব্যাপক বেকারত্বের কারণে নারী, শিশুর পুষ্টিতে সমস্যা হচ্ছে। এটাকে দুর্যোগ হিসেবে দেখা উচিত। প্রাকৃতিক দুর্যোগ এলে এটা আরও বেশি প্রকট হয়ে উঠে।'

তিনি বলেন, 'আমরা ৭৫টি উপজেলার উপর একটি প্রকল্প তৈরি করছি, যেখানে বেকারত্বের হার ৫০ শতাংশ বা তারও বেশি। সেখানে ৭৫ হাজার পরিবারকে খাদ্য ও জীবিকার জন্য সহযোগিতা প্রদান করা হবে। এতে ব্যয় হতে পারে ৮১৯ কোটি টাকা।'

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ