ঢাকা , সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১২ বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখা হবে : সুপ্রিম কোর্ট

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৬-১০-২০২৪ ০৫:৩৫:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৪ ০৫:৩৫:৫১ অপরাহ্ন
১২ বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখা হবে : সুপ্রিম কোর্ট ফাইল ছবি
প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে আগামী রবিবার (২০ অক্টোবর) হতে বিচারকাজ থেকে বিরত রাখা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

বুধবার (১৬ অক্টোবর) বিচারপতিদের বিষয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।
আজিজ আহমদ ভূঞা জানান, ২০ অক্টোবর বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনের শুনানি হবে। এছাড়া ১২ জন বিচারপতিকে ছুটি দেওয়া হয়েছে। তারা বিচারকাজ পরিচালনা করতে পারবেন না।

এর আগে 'দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর' বিচারকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সঙ্গে আলোচনার পর বিক্ষোভরত শিক্ষার্থীদের সামনে এসে এ ঘোষণা দেন আজিজ আহমদ ভূঞা।

জানা যায়, সকালে নানা অনিয়মের অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি। তাদের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবেও কাজ করেছেন। এরমধ্যে সকালে চায়ের আমন্ত্রণে যান ৬ বিচারপতি। তারা হলেন-বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি শাহেদ মো. নুরউদ্দিন, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন ও বিচারপতি মো. আমিনুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ