ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় নিজের ছেলেকে বিষমিশ্রিত দুধপান ,আত্মহত্যা করেছেন মা।

আপলোড সময় : ১১-০৮-২০২৩ ০৭:০১:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৮-২০২৩ ০৭:০১:৪২ অপরাহ্ন
ভান্ডারিয়ায় নিজের ছেলেকে বিষমিশ্রিত দুধপান ,আত্মহত্যা করেছেন মা। ফাইল ছবি
পিরোজপুরের ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে একমাত্র ছেলেকে বিষমিশ্রিত দুধপান করানোর পর সেই দুধপান করে আত্মহত্যা করেছেন মা। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোলবুনিয়া গ্রামের অটোরিকশাচালক রুবেল হোসেনের স্ত্রী রোজিনা আক্তার (২৮) ও তার একমাত্র ছেলে ফয়সাল ইসলাম হৃদয় (৮)। হৃদয় স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা রুবেল। তিনি পেশায় অটোচালক। রুবেলের দ্বিতীয় বিয়েসহ বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী রোজিনার সঙ্গে পারিবারিক কলহ চলছিল। বুধবার বিকেলে তাদের মধ্যে ঝগড়া হয়। সন্ধ্যায় হৃদয় প্রাইভেট শিক্ষকের কাছে পড়া শেষ করে বাড়ি এলে মা তাকে বিষমিশ্রিত দুধপান করতে দেন। এরপর নিজেও বিষমিশ্রিত দুধপান করেন। প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করে। রোজিনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে বরিশাল যাওয়ার পথে রোজিনার মৃত্যু হয়। মা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাকিবুর রহমান সাগর বলেন, হৃদয় হোসেন নামে শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটির মা রোজিনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

তেলিখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মতিউর রহমান বলেন, ঘটনাটি দুঃখজনক বিষপানের পর ছেলে হৃদয়কে হাসপাতালে মৃত নেয়া হয়েছে। আর বরিশাল যাওয়ার পথে মা রোজিনার মৃত্যু হয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ