ঢাকা , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মা হচ্ছেন কোয়েল

বিনোদন ডেক্স
আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০৪:২৩:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০৪:২৩:৪৫ অপরাহ্ন
মা হচ্ছেন কোয়েল ফাইল ছবি
দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। এ সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী। কোয়েলের মা হওয়ার খবরটি চারদিক ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা। শুভেচ্ছা জানিয়েছেন ওপার বাংলার তারকারাও।


বৃহস্পতিবার (০৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রযোজক ও নির্মাতা স্বামী নিসপাল সিং রানে এবং ছেলে কবীরের সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন কোয়েল।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে। খুব শিগগিরই কবীর বড় ভাই হতে চলেছে। এই সময়ে আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন। সঙ্গে লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন।

আরও পড়ুন
সামান্থার সংসার ভাঙার পেছনে মন্ত্রীর হাত ছিল, ক্ষুব্ধ অভিনেত্রী

কোয়েলের এই পোস্টে মন্তব্য করলেন জিৎ লিখেছেন, 'অসাধারণ! এই পরিবারের সবাইকে অনেক শুভেচ্ছা।' অন্যদিকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, 'শুভেচ্ছা! খুব খুশি হয়েছি।' শুভেচ্ছা জানিয়ে পরমব্রত চট্টোপাধ্যায় লিখেছেন, 'অনেক শুভেচ্ছা তোমাকে ও নিসপালকে'। শুভেচ্ছা জানাতে ভোলেননি শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, মৌনি রায়ও।

তবে কবে দ্বিতীয় সন্তান কোলে আসবে, তা এখনও জানাননি কোয়েল। তবে আশা রাখা যাচ্ছে, ২০২৫ সালের শুরুতেই দেখা মিলবে মল্লিক ও সিং পরিবারের নতুন সদস্যের।

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কোয়েল। ২০২০ সালের ৫ মে তাদরে কোল আলো করে আসে কবীর। এবার অভিনেত্রীর দ্বিতীয় সন্তানের মুখ দেখার আশায় প্রহর গুনছেন তার ভক্তারা।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ