ঢাকা , মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ , ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৯-০৮-২০২৩ ০৭:০১:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৩ ০৭:০১:৫৭ অপরাহ্ন
ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ সাইফুল ইসলাম।

মঙ্গলবার রাত ৮:০৫টায় রমনা থানার মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-রমনা বিভাগের রমনা জোনাল টিম।

গোয়েন্দা রমনা বিভাগ সূত্র জানায়, কয়েকজন মাদক কারবারি মগবাজার চৌরাস্তায় ইয়াবা বিক্রির জন্য একটি খোলা ট্রাকসহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে সাইফুলকে গ্রেফতার করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ৪৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে,ডিএমপি নিউজ:

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ