ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সেক্সের জন্য কোন সময়টা উপযোগী

সেক্সের জন্য সকাল, দুপুর, বিকেল, সন্ধে, রাত–কোন সময়টা আদর্শ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৯-০৮-২০২৩ ০৬:৪৭:১১ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৩ ০৬:৪৭:১১ অপরাহ্ন
সেক্সের জন্য  সকাল, দুপুর, বিকেল, সন্ধে, রাত–কোন সময়টা আদর্শ ফাইল ছবি :

ডেক্স রিপোর্ট-ইয়াসমিন,

শারীরিক সম্পর্কের অন্যতম অনুঘটক মানসিক অবস্থা, মানে ‘মুড’। দু’জনের মন প্রস্তুত থাকলে একমাত্র তখনই তাঁদের মধ্যে যৌনতা পরিপূর্ণ হয়ে ওঠে।
নিজস্ব প্রতিবেদন: যৌনতা দাম্পত্য সম্পর্কে তৃপ্তির অন্যতম মাত্রা। তবে এক-এক জুড়ি এক-এক রকম ভাবে শরীরিক সম্পর্কে লগ্ন হয়। তাঁদের ক্ষেত্রে পছন্দের সময়ও আলাদা আলাদা হয়। কিন্তু বিশেষজ্ঞেরা কী বলছেন? সকাল, দুপুর, বিকেল, সন্ধে, রাত–কোন সময়টা সঙ্গমের জন্য আদর্শ?

বিশেষজ্ঞদের মতে, শারীরিক সম্পর্কে ভেসে যাওয়ার জন্য আদর্শ সময় বলে কিছু হতে পারে না। যখন সেই আবেগ আসে এবং তা পরস্পরের মাধ্যমে তৃপ্ত হয়, তখনই যৌনতার সময়। তাছাড়া, শারীরিক সম্পর্কের অন্যতম অনুঘটক মানসিক অবস্থা, মানে ‘মুড’। দু’জনের মন প্রস্তুত থাকলে একমাত্র তখনই তাঁদের মধ্যে যৌনতা পরিপূর্ণ হয়ে উঠতে পারে।

আজকালকার ব্যস্ত জীবনে, কাজের চাপে ও টেনশনে অনেকই শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। তবে যদি দিনের কোনও সময়ে সেই হাক্লান্ত জুটি পরস্পরের প্রতি আকৃষ্ট হয় এবং মেতে ওঠে শরীরী মৌতাতে, তবে তার চেয়ে ভাল কিছু হতে পারে না। আসলে যখন দু’জনের শরীরমন যৌনতায় সায় দেবে, তখনই যৌনতার আদর্শ সময়।

তবে একটা সময় বিভাজন আছেই। বেলা ৩টে যেমন যৌনতার জন্য বেশ ভালো সময়। হরমোন বিশেষজ্ঞেরা বলছেন, দিনের প্রাথমিক কাজের চাপটা কেটে যাওয়ার পরে ওই সময়টা নারী-পুরুষ উভয়ের মনই খুব ফুরফুরে থাকে। তবে শুধু পুরুষদের দিক থেকে দেখলে সময়টা ভোর থেকে সকালের সময়টা। এই সময়ে পুরুষদের শরীরে টেস্টোস্টেরন-লেভেল বেশ ভাল থাকে। মেয়েদের পক্ষে সময়কালটা বিকেলের পরে। এই সময়টা মেয়েদের শরীরে ইস্ট্রোজেন-লেভেল যথাযথ থাকে।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ