সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ১
ফেইসবুকে বিভিন্ন পণ্য বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ আত্মসাৎ
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
০৯-০৮-২০২৩ ০৬:৩০:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৮-২০২৩ ০৬:৩০:৫০ অপরাহ্ন
ফাইল ছবি :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন পণ্য বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ আত্মসাৎ করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রবিন বিশ্বাস। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট এবং ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার বিকালে কক্সবাজার জেলার সদর থানার কলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুল হোসেইন তুহিন ডিএমপি নিউজকে বলেন, ভুক্তভোগী তার ফেসবুক পেইজ ব্রাউজ করার সময় দেখতে পান যে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি ফেইসবুক পেইজে থেকে স্বল্প মূল্যে পণ্য বিক্রির পোস্ট দিয়েছে। এরপর মোবাইল ফোনে যোগাযোগের করে ভুক্তভোগী বিকাশে ও নগদে মোট এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে তিনি উক্ত নাম্বারে যোগাযোগের চেষ্টা করলে নাম্বারটি বন্ধ পান এবং প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এরপর ভুক্তভোগী খিলগাঁও থানায় মামলা দায়ের করেন।
তিনি বলেন, অনলাইন মনিটরিং ও তথ্য প্রযুক্তির সহায়তার এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী রবিন বিশ্বাসকে শনাক্ত করা হয়। গতকাল কক্সবাজার জেলার সদর থানার কলাতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রবিনকে গ্রেফতার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রতারক রবিন বিশ্বাস পাঁচটি ফেসবুক পেইজের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার মুদি পণ্য দুই লক্ষ টাকায় বিক্রির বিজ্ঞাপন দিতো। এসব পেইজের প্রতারণামূলক বিজ্ঞাপন ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিতে সে নিয়মিত পোস্ট বুস্টিং করতো। এরপর ওই বিজ্ঞাপনে কোন ভুক্তভোগী আকৃষ্ট হয়ে যোগাযোগ করলে প্রতারক রবিন শুরুতে ৫০% টাকা বুকিং মানি হিসেবে দেওয়ার জন্য বলতো। ভুয়া এনআইডির বিকাশ ও নগদ অ্যাকাউন্টে বুকিং মানি গ্রহণের পর সে ক্রেতাকে ব্লক করে দিতো।
গ্রেফতারকৃত রবিনকে খিলগাঁও থানায় দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। সুত্র ,ডিএমপি নিউজ :
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স