ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৫-০৮-২০২৪ ০৬:৫৬:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৪ ০৬:৫৬:৪৯ অপরাহ্ন
শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের ফাইল ছবি
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ছাত্র-জনতার বিজয় অর্জিত হয়েছে। এখন সবচেয়ে বড় প্রয়োজন, ধৈর্য ধরে শান্ত হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া।

সোমবার (৫ আগস্ট) এক বার্তায় তিনি এ আহ্বান জানান। বিএনপি মহাসচিবের বরাতে দলটির মিডিয়া উইং থেকে বলা হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে আজকের বৈঠক সুন্দর হয়েছে।

শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দফতরে বৈঠক করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তাতে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।

দেশব্যাপী গণআন্দোলনের মুখে দুপুরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন। এ সময় তার সঙ্গে তার ছোটবোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা ছিলেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন।

বৈঠকের পরে বিকেলে জাতির উদ্দেশে দেয়া ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

এ সময় সেনাপ্রধান জনগণের সহযোগিতা চান। তিনি তার বক্তব্যে স্পষ্ট করেন, চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ