ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনের বিক্ষোভ আজ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ১০:০৬:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ১০:০৬:১৩ পূর্বাহ্ন
ছাত্র আন্দোলনের বিক্ষোভ আজ ফাইল ছবি
নয় দফা দাবি আদায়ে সারাদেশে আজ বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


শুক্রবার (২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সমন্বয়ক আসিফ মাহমুদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য 'সর্বাত্মক অসহযোগ' আন্দোলনের ডাক দেওয়া হলো।

এ ছাড়া সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

এদিকে, শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকে রাজধানীসহ সারাদেশে গণমিছিল ও দ্রোহযাত্রা পালিত হয়েছে। এদিন জুমার নামাজের পর রাজধানীর সায়েন্সল্যাব থেকে মিছিল বের করেন বিক্ষোভকারীরা।

এ ছাড়া রাজধানীর বায়তুল মোকাররম, প্রেসক্লাব, শাহবাগ, শহীদ মিনার, উত্তরাসহ আরও অনেকে জায়গায় গণমিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ