ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৭-০৭-২০২৪ ০৮:০০:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৭-২০২৪ ০৮:০০:৩২ অপরাহ্ন
পুলিশের মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ফাইল ছবি
ঢাবিতে আন্দোলনকারীদের লক্ষ্য করে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ। বুধবার (১৭ জুলাই) বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি পালনে শিক্ষার্থীরা জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।


এদিন দুপুর ২টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হতে চাইলে পুলিশ দুটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়, পরে বিকেল ৩টার দিকে আরও তিনটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় পুলিশ।

এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে ছয়জন নিহত ও বিশ্ববিদ্যালয় বন্ধসহ হল ছাড়ার ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। তবে পূর্বঘোষিত কর্মসূচি গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করার আগেই তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।



এ সময় টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরী ও রোকেয়া হল থেকে ভিসি চত্বর এলাকায় পুলিশের টিয়ারসেল নিক্ষেপ করতে দেখা যায়। এতে অন্তত দুইজন সংবাদকর্মীও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ