পুলিশের মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপলোড সময় : ১৭-০৭-২০২৪ ০৮:০০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৪ ০৮:০০:৩২ অপরাহ্ন
ঢাবিতে আন্দোলনকারীদের লক্ষ্য করে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ। বুধবার (১৭ জুলাই) বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি পালনে শিক্ষার্থীরা জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।


এদিন দুপুর ২টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হতে চাইলে পুলিশ দুটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়, পরে বিকেল ৩টার দিকে আরও তিনটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় পুলিশ।

এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে ছয়জন নিহত ও বিশ্ববিদ্যালয় বন্ধসহ হল ছাড়ার ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। তবে পূর্বঘোষিত কর্মসূচি গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করার আগেই তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।



এ সময় টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরী ও রোকেয়া হল থেকে ভিসি চত্বর এলাকায় পুলিশের টিয়ারসেল নিক্ষেপ করতে দেখা যায়। এতে অন্তত দুইজন সংবাদকর্মীও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩