ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৪-০৭-২০২৪ ০৩:৫৮:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৭-২০২৪ ০৩:৫৮:৫৯ অপরাহ্ন
টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। এ সফরে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহাপাঠ ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তাঁর আগমন উপলক্ষে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকালে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। দুই দিনের সফরে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহাপাঠ করবেন। এছাড়া জাতির পিতার স্মৃতি বিজাড়িত টুঙ্গিপাড়া জিটি স্কুলে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করবেন এবং সেখানে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, টুঙ্গিপাড়া পৌরমার্কেট পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছাসহ নানা উন্নয়নমূলক কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর উসবমুখর ও নিরাপদ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

টুঙ্গিপাড়ায় শুক্রবার রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শনিবার তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ