ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হিরো আলম।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৭-০৮-২০২৩ ০৪:২৭:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৮-২০২৩ ০৬:৫৫:০৪ অপরাহ্ন
রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হিরো আলম।
৫০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন। পরে এডভোকেট রিপন  বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ই সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

এর আগে গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)তে অভিযোগ দেন  হিরো আলম।  
গত ১৮ই জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহিদ মিনার পার্কে বিএনপির এক পদযাত্রা কর্মসূচিতে হিরো আলমকে  অর্ধ-পাগল ও অশিক্ষিত বলে আখ্যায়িত করেন। 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ