ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাচে জিততে চায় বাংলাদেশ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১২-০৬-২০২৪ ০৩:০১:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৬-২০২৪ ০৩:০১:২৭ অপরাহ্ন
ম্যাচে জিততে চায় বাংলাদেশ ফাইল ছবি
বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচে জয়ের লক্ষ্য মাঠে নামবে বাংলাদেশ। কোচ আর অধিনায়কের কথা, তিন পয়েন্ট পেলে র‌্যাংকিংয়ের পাশাপাশি পরের এশিয়া কাপ কোয়ালিফায়ার্স ও আগামী সাফেও প্রভাব থাকবে।

মঙ্গলবার রাত ১০টায় লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে নিজেদের 'হোম' ম্যাচটি লেবানন নিজেদের মাঠে খেলতে পারছে না যুদ্ধ ও রাজনৈতিক সমস্যার কারণে। নিরপেক্ষ ভেন্যু কাতারে খেলা হওয়াটা জামালদের জন্য একধরনের আশীর্বাদ। মাঠে কাতার প্রবাসীরা লাল সবুজের জন্য গর্জন তুলবে তেমনটাই অধিনায়ক জামালের প্রত্যাশা।

এক বছরে লেবাননের বিপক্ষে তৃতীয় মোকাবিলা করতে যাচ্ছেন জামাল-তপু-রাকিবরা। প্রতিপক্ষের কোচ ও খেলোয়াড় পরিবর্তিত হয়েছে। তাই পরিকল্পনাও সাজাতে হচ্ছে ভিন্নভাবে।

 শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পরও হেরে গেল বাংলাদেশশ্বাসরুদ্ধকর লড়াইয়ে পরও হেরে গেল বাংলাদেশ

কাগজ-কলমের হিসেবে খেলোয়াড়েরা শারীরিক গঠন সব দিক দিয়ে এগিয়ে শক্তিশালী লেবানন। তবু ওদের সাথে ভালো কিছুর প্রত্যাশা লাল সবুজদের।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ