ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করে আমেরিকান ভিসা, গ্রেফতার ৩

আপলোড সময় : ০৬-০৮-২০২৩ ০৮:২৪:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৮-২০২৩ ০৮:২৯:১৭ অপরাহ্ন
ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করে আমেরিকান ভিসা, গ্রেফতার ৩ ফাইল ছবি :
দালালদের মাধ্যমে টাকার বিনিময়ে ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করে আমেরিকান ভিসা গ্রহণের চেষ্টাকালে ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতদের নাম সাফুয়ান সরকার, ফখরুল ইসলাম ও মামুনুর রহমান। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।

অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল হক পিপিএম ডিএমপি নিউজকে জানান, গত বৃহস্পতিবার গুলশানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা আমেরিকান ভিসা পাওয়ার জন্য স্থানীয় এজেন্সি/দালালদের সাথে মোটা অঙ্কের টাকার বিনিময়ে চুক্তি করে। চুক্তি অনুযায়ী স্থানীয় এজেন্সি/দালালরা আন্তর্জাতিক মাফিয়া চক্রের সাহায্যে ভুয়া ওয়ার্ক পারমিট ও অন্যান্য জাল কাগজপত্র তৈরি করে। এরপর তৈরিকৃত জাল কাগজপত্রসমূহ ভিসা প্রত্যাশীদের প্রদান করে। উক্ত কাগজপত্র নিয়ে ভিসা প্রত্যাশীরা আমেরিকান অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দেয়। অ্যাম্বাসি কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই বাছাই শেষে দেখতে পায় যে, ভিসা প্রত্যাশীদের প্রদানকৃত কাগজপত্রসমূহ জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। এ বিষয়ে আমেরিকান অ্যাম্বাসির পক্ষ থেকে গুলশান থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা রুজুর পরপর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।ডিএমপি নিউজ :
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ