ঢাকা , শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ , ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

৫২ জনকে বহিষ্কার করল বিএনপি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৫-০৫-২০২৪ ০৬:৪৮:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৪ ০৬:৪৮:৫৭ অপরাহ্ন
৫২ জনকে বহিষ্কার করল বিএনপি ফাইল ছবি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আরও ৫২ জনকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কার ৫২ জনের মধ্যে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী ১৭ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৫, ঢাকা বিভাগে ৪, ময়মনসিংহ বিভাগে ৯, সিলেট বিভাগে ৭, চট্টগ্রাম বিভাগে ১, কুমিল্লা বিভাগে ৬ ও খুলনা বিভাগে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। কেবল ফরিদপুর বিভাগে এ ধাপে কেউ বহিষ্কার হয়নি।

এর আগে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ১৪৪ নেতাকে বহিষ্কার করে দলটি। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডি-

  

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ