ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের ডাকা সংবাদ সম্মেলন বয়কট করেছেন গণমাধ্যমকর্মীরা

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৯-০৫-২০২৪ ০৫:২১:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৫-২০২৪ ০৫:২১:৩৩ অপরাহ্ন
বাংলাদেশ ব্যাংকের ডাকা সংবাদ সম্মেলন বয়কট করেছেন গণমাধ্যমকর্মীরা ফাইল ছবি
সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে না নেয়ায় বাংলাদেশ ব্যাংকের ডাকা সংবাদ সম্মেলন বয়কট করেছেন গণমাধ্যমকর্মীরা। বুধবার দুপুর আড়াইটায় কেন্দ্রীয় ব্যাংকের ডাকা জরু‌রি সংবাদ সম্মেলনে উপ‌স্থিত হয়ে প্রায় শতা‌ধিক সংবাদকর্মী প্রোগ্রাম‌টি বয়কট করেন।নিষেধাজ্ঞা তুলে না নেয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম।


বুধবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের চতুর্থ তলায় সুদহারের নতুন পদ্ধতি ও ডলারের বিনিময় হার নিয়ে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাংবাদিকেরা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন তুললে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তার কোনো সুরাহা দিতে পারেননি। এর প্রতিবাদে সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন বর্জন করে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন সাংবাদিকেরা।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ