ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জনজীবনে স্বস্তি আনতে পারে বৃষ্টি।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৯-০৪-২০২৪ ০৫:৪৯:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৪-২০২৪ ০৫:৪৯:০৫ অপরাহ্ন
জনজীবনে স্বস্তি আনতে পারে বৃষ্টি। ফাইল ছবি
তীব্র গরমে নাজেহাল জনজীবনে স্বস্তি আনতে পারে বৃষ্টি। তবে প্রতীক্ষিত বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন। তবে বৃষ্টি স্থায়ী না হওয়ায় সামান্য স্বস্তি এলেও তাপমাত্রার পারদ আবারো চড়বে।

সোমবার অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের দেশের ওপর দিয়ে বয়ে চলা মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ থাকবে আরো কয়েকদিন। মে মাসের প্রথম সপ্তাহে কয়েকদিন মাঝারি বৃষ্টিপাতে হতে পারে।

বৃষ্টিপাতের পর আবারো তাপপ্রবাহ ফিরে আসবে। সে সময় ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হতে পারে। কোথাও কোথাও ৪০ ডিগ্রির বেশি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

আগামী বৃহস্পতিবার সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

এপ্রিলের শুরু থেকেই রাজশাহী বিভাগ দিয়ে তাপপ্রবাহ শুরু হয় এবং পরে তা সারাদেশেই ছড়িয়ে পড়ে এবং কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহে রূপ নেয়।

এবারই দেশের ওপর দিয়ে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ১৯৪৮ থেকে হিসাব করলে গত ৭৬ বছরের মধ্যে এবারের তাপদাহের স্থায়িত্ব বেশি। আর এই তাপদাহ বিস্তৃত হয়েছে বিশাল এলাকা নিয়ে।

আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ এশিয়া জুড়েই এল নিনোর প্রভাবে তাপবলয় সৃষ্টি হয়েছে। যার প্রভাব বাংলাদেশেও দেখা দিয়েছে। বঙ্গোপসাগর ও আরব সাগর উত্তপ্ত থাকায় জলীয়বাষ্প কম সৃষ্টি হচ্ছে।

    দেশে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহের রেকর্ড  দেশে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহের রেকর্ড

আর এ কারণেই বজ্র ঝড় সৃষ্টি হতে পারছে না। এতে ওইসব অঞ্চলের গরম বাতাস ঢুকে পড়ছে বাংলাদেশে। সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী তাপদাহ, যা সারা দেশজুড়েই বিরাজ করছে।

তবে তীব্র তাপদাহ বাড়লেও ২০১৮ সাল থেকে বজ্র ঝড় কমে যাচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। গতবছর এপ্রিলে গড়ে ৯টি বজ্র ঝড় হয়েছিলো। সেখানে এবার হয়েছে মাত্র একটি।

এদিকে দীর্ঘসময় ধরে চলা তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। হিট স্ট্রোকে প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর আসছে। গরমে নানা রোগেই আক্রান্ত হচ্ছে মানুষ, দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পানি সংকট।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ