কাজের বুয়া সেজে চুরি, স্বর্ণালঙ্কার
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২৩-০৪-২০২৪ ০২:২৩:১১ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৪-২০২৪ ০২:২৩:১১ অপরাহ্ন
ফাইল ছবি
রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি বাসায় কাজের বুয়া সেজে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম-শাহেনা খাতুন ওরফে নুপুর। গ্রেফতারের সময় তার কাছ থেকে চোরাইকৃত স্বর্ণের ৩টি চেইন, ৩ জোড়া কানের দুল, ৪টি আংটি ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
রোববার খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা থানার ০৮ নং আমতলী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে কলাবাগান থানা পুলিশকে সহায়তা করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
কলাবাগান থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল আলম ডিএমপি নিউজকে জানান, গত ১৫ এপ্রিল ২০২৪ সকালে কলাবাগানের সেন্ট্রাল রোডের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ নেন শাহেনা খাতুন ওরফে নুপুর। বাসায় থেকে কাজ করার জন্য তাকে নিয়োগ দেয়া হয়। সকালে তাকে বাসার চাবি বুঝিয়ে দিয়ে কর্মস্থলে যান বাসার মালিক ও তার স্ত্রী। দুপুরের দিকে দাড়োয়ানের কাছ থেকে সংবাদ পেয়ে তারা বাসায় এসে দেখেন সকল রুমে দরজা খোলা এবং কাজের বুয়া বাসায় নেই। বাসার আসবাবপত্র সব এলোমেলোভাবে পড়ে আছে এবং আলমিরার দরজা ও ড্রয়ার খোলা। সকালে গৃহপরিচারিকার কাজ নিয়ে দুপুরেই আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান নুপুর। এ ঘটনায় গত ১৭ এপ্রিল ২০২৪ কলাবাগান থানায় একটি মামলা রুজু হয়।
কলাবাগান থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল আলম ডিএমপি নিউজকে আরো জানান, মামলাটি তদন্ত শুরু করে কলাবাগান থানা পুলিশ। বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত নুপুরের অবস্থান নিশ্চিত করে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার ৮নং আমতলী ইউনিয়নের সাতভাইয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে লুন্ঠিত ৩টি স্বর্ণের চেইন, ৩ জোড়া স্বর্ণের কানের দুল, ৪টি স্বর্ণের আংটি ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের ওজন ৪ ভরি ৭ আনা ২ রতি। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৪৬ হাজার ৮৭৫ টাকা।ডিএমপি নিউজ:
গ্রেফতারকৃত নুপুরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স