ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২১-০৪-২০২৪ ০২:৪৯:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৪-২০২৪ ০২:৪৯:৪০ অপরাহ্ন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের ফাইল ছবি
তীব্র তাপদাহের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চলতি সপ্তাহ অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় যেসব বিভাগের পরীক্ষা চলছে তা স্থগিত করা হয়েছে। নতুন করে সময়সূচি তৈরি করে নেয়া হবে পরীক্ষা।

রোববার ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম।

আইনুল ইসলাম জানান, চলতি সপ্তাহে সকল বিভাগের সব ক্লাস অনলাইনে হবে। রুটিন অনুযায়ী পরীক্ষা থাকলে সেগুলো স্থগিত থাকবে, এ পরীক্ষাগুলো রিশিডিউল করা হবে।

দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে দেশের সব স্কুল-কলেজে সাতদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। একইসাথে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত সব কলেজে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ও অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসের ঘোষণা করেছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ