ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির মুখের বিষ বেড়ে গেছে: কাদের

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৬-০৪-২০২৪ ০৫:২০:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৪-২০২৪ ০৫:২০:৫৬ অপরাহ্ন
বিএনপির মুখের বিষ বেড়ে গেছে: কাদের ফাইল ছবি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এখন গলার জোর আর মুখের জোর। শক্তি কমে গেছে বলে তাদের (বিএনপি) মুখের বিষ বেড়ে গেছে। শনিবার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিলের টি অ্যান্ড টি উচ্চ বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন ঠেকাতে পারেনি। আন্দোলন ব্যর্থ হয়ে গেছে, তাই তাদের শক্তি কমে গেছে। প্রতিদিন ঘুম থেকে উঠে পত্রিকায় তাকালেই দেখি ফখরুলের বক্তব্য। দেশে নাকি ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কোথায়? একটা লোকও কি না খেয়ে মারা গেছে? সংকট আছে তবে ভয়াবহ পরিস্থিতি নেই। পৃথিবী জুড়ে সংকট চলছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে সংকটও কাটিয়ে উঠবো। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও নিরাপত্তা বিলিয়ে দেবে। তাদের ব্যাপারে সতর্ক এবং সাবধান থাকতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ