ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫ , ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নেতাদের চোখে স্বৈরতন্ত্রের চশমা

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৭-০৩-২০২৪ ০২:৩৩:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৩-২০২৪ ০২:৩৩:১৭ অপরাহ্ন
বিএনপি নেতাদের চোখে স্বৈরতন্ত্রের চশমা ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতাদের চোখে স্বৈরতন্ত্রের চশমা বলেই তারা দেশে গণতন্ত্র দেখতে পায় না। আজ বুধবার দুপুরে তেজগাঁওয়ের দলীয় কার্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের চোখে স্বৈরতন্ত্রের চশমা বলেই তারা দেশে গণতন্ত্র দেখতে পায় না। এ সময় শেখ হাসিনা দলটির ভারতীয় পণ্য বর্জনের রাজনীতির কড়া সমালোচনা করেন।

মানুষের অধিকার ক্ষুণ্ন করেই ক্ষমতা দখল করেছিল জিয়াউর রহমান উল্লেখ করে সরকার প্রধান বলেন, ৭৫ এর পর ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছিল। নানা অপপ্রচার চালিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে চাওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই জাতিকে স্বাধীনতা এনে দেওয়া সম্ভব হয়েছে।

শেখ হাসিনা বলেন, যারা উন্নয়ন দেখতে পায় না তারাই জাতির পিতার অবদান অস্বীকার করেছিল। অনেক বড় দেশ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করলেও তাদের নাগরিকেরা সমথর্ন দিয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ