ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদাবাজের চেয়েও ভয়ংকর বাজার সিন্ডিকেট, স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৩-০৩-২০২৪ ০২:৫৩:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৩-২০২৪ ০২:৫৩:১১ অপরাহ্ন
চাঁদাবাজের চেয়েও ভয়ংকর বাজার সিন্ডিকেট, স্বরাষ্ট্রমন্ত্রী ফাইল ছবি
বাজার সিন্ডিকেট চাঁদাবাজের চেয়েও ভয়ংকর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৩ মার্চ) মিরপুর পুলিশ স্টাফ কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।



স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডগুলো নিছক দুর্ঘটনা। নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে সতর্ক থাকলে অগ্নিকাণ্ড রোধ সম্ভব। এবার ঈদে চাঁদাবাজি বন্ধে বাড়তি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। যেখানেই চাঁদাবাজি হচ্ছে সেখানেই র‌্যাব, পুলিশ অ্যাকশনে যাচ্ছে। চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বাজারে অধিক মুনাফা লাভের আশায় দ্রব্যের দাম বৃদ্ধি করছে একটি শ্রেণি, যারা চাঁদাবাজের চেয়েও ভয়ংকর। এদের বিরুদ্ধে যেসব সংস্থা কাজ করছে তাদের সহায়তা লাগলে পুলিশ প্রস্তুত আছে।


মন্ত্রী বলেন, চাঁদাবাজি রোধে পুলিশ-র‍্যাব কঠোর অবস্থানে রয়েছে। কারওয়ান বাজারে যে জিনিস ২০ টাকায় বিক্রি হচ্ছে, সেটাই অল্প কিছুদূর নিয়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। পণ্যের দামে চাঁদাবাজির চাইতে বেশি প্রভাব পড়ে ব্যবসায়ীদের অধিকতর মুনাফার চিন্তা-ভাবনার। যশোর থেকে ঢাকায় একটি ট্রাকের কত টাকা চাঁদা দেয়া লাগে, সেই হিসাবে আমরা পরিসংখ্যান করেছি। চাঁদাবাজির চাইতে অধিকতর মুনাফার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঢাকায় বাড়ে। চাঁদাবাজি রোধে পুলিশের স্পেশাল ড্রাইভ চলছে।

এ সময় বিএনপি নেতাদের হয়রানি করা হচ্ছে- এমন অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয় না।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ