ম্যাচ হেরে যা বললেন শান্ত
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১৬-০৩-২০২৪ ০২:০২:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৩-২০২৪ ০২:০২:৪১ অপরাহ্ন
ফাইল ছবি
ঘরের মাঠে টানা দ্বিতীয়বার শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারানোর মিশনে নামলেও শেষ পর্যন্ত লঙ্কানরাই শেষ হাসি হেসেছে। সফরকারীদের কাছে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা। এই জয়ে ১-১ ব্যবধানে সিরিজে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৮৭ রানের লক্ষ্য ১৭ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে সফরকারীরা।
ম্যাচ হারের পর লঙ্কান ক্রিকেটারদের কৃতিত্ব দিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।
তার (শান্ত) ভাষ্য, হৃদয় দারুণ খেলেছে, যেটা আমরাও তার থেকে আশা করেছিলাম। সৌম্যর ব্যাটিংও ভালো ছিল। আমার মনে হয়, এই উইকেটে আমার আর সৌম্যর আরও লম্বা সময় ব্যাটিং করা উচিত... যাই-হোক পরের ম্যাচে চেষ্টা করব, সেটা করতে। আসলে আমরা যে রান করেছিলাম, সেটা একেবারে কম না। কিন্তু তারা আরও ভালো ব্যাটিং করেছে। আশা করছি, আমরা আরও শক্তিশালীভাবে ফিরতে পারব। পরের ম্যাচে বিশেষ কিছুর অপেক্ষায় সবাই।
উল্লেখ্য, আগামী সোমবার (১৮ মার্চ) তৃতীয় ও শেষ ওয়ানডেই সিরিজ নির্ধারণী ম্যাচ হবে। সব কিছু বিবেচনায় শেষ ম্যাচটিই দুই দলের জন্য অঘোষিত ফাইনাল।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স