ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টাকা আত্মসাতের অভিযোগ, ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৪-০৩-২০২৪ ০২:২১:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৪ ০২:২১:০২ অপরাহ্ন
টাকা আত্মসাতের অভিযোগ, ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ফাইল ছবি
চট্টগ্রামে ফ্রিল্যান্সারের টাকা আত্মসাতের অভিযোগে সাত পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় স্বাক্ষরিত এক অফিস আদেশে বরখাস্তের এই নির্দেশ দেওয়া হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন-গোয়েন্দা শাখা উত্তর-দক্ষিণ (ডিবি) পরিদর্শক রুহুল আমিন, উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল মিয়া, এএসআই মো. শাহ পরাণ জান্নাত, এএসআই মাইনুল হোসেন, মো. জাহিদুর রহমান, মো. আব্দুর রহমান।

প্রাথমিক অনুসন্ধানে গত ১ মার্চ সিএমপি খুলশী থানার ২ নম্বর গেট এলাকায় ভারতীয় হাইকমিশনার অফিসের সামনে থেকে কাউসার আহম্মদকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কাউসার আহম্মদ আবু বক্করের অ্যাকাউন্ট থেকে বিটকয়েনসমূহ সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং তাঁর কাছ থেকে জব্দ করা মোবাইলফোনে ঘটনার সত্যতা পাওয়া যায়।

এর আগে এ ঘটনায় গত ৭ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তাঁদের সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করার নির্দেশ দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ