ঢাকা , শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ , ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পার্লার উদ্বোধনে নাম লেখালেন নিরব

বিনোদন ডেক্স
আপলোড সময় : ১৩-০৩-২০২৪ ১১:৫২:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-০৩-২০২৪ ১১:৫২:৪৫ পূর্বাহ্ন
পার্লার উদ্বোধনে নাম লেখালেন নিরব ফাইল ছবি
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়ক ও মডেল নিরব। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপন কিংবা নানান ফটোশুটে দেখা যায় তাকে। এবার এই তারকা নাম লেখালেন জেন্টস পার্লার উদ্বোধনে। সম্প্রতি একটি জেন্টস পার্লার উদ্বোধনে করেন নিরব ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ।

চিত্রনায়ক নিরব বলেন, প্যারিস জেন্টস পার্লারে এসে খুব ভালো লেগেছে। আমি তাদের সার্ভিস নিয়ে সন্তুষ্ট। আমার ভক্তদের বলব তারাও যেন এই পার্লারে এসে সেবা নেন। আশা করি সকল ফ্যাশনেবল তরুণদের একটি আস্থার জায়গা হবে প্যারিস জেন্টস পার্লার।

কোরিওগ্রাফার সোহাগ বলেন, প্যারিস জেন্টস পার্লারের পরিবেশ আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস ধানমন্ডিার মতো উন্নত এলাকার তরুণদের মন জয় করবে প্যারিস।

প্রসঙ্গত, নির্মাতা অনন্য মামুনের 'স্পর্শ' সিনেমায় দেখা যাবে নায়ক নিরবকে। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ