ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ফিরবেন রাষ্ট্রপতি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৩-০৩-২০২৪ ১১:৪৯:১৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-০৩-২০২৪ ১১:৪৯:১৫ পূর্বাহ্ন
দেশে ফিরবেন রাষ্ট্রপতি ফাইল ছবি
স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো দৈনিক কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৩ মার্চ আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান। এরপর ৫ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য আরব আমিরাত থেকে লন্ডনে যান সাহাবুদ্দিন। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে ছিলেন।

লন্ডনের পৌঁছানোর পর রাষ্ট্রপতি কেমব্রিজ শহরে যান। সেখানে প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে তাকে অভিবাদন জানান।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিদেশে কার্ডিয়াক বাইপাস সার্জারি করান।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ