ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভক্তদের জন্য জামিলের নতুন চমক

বিনোদন ডেক্স
আপলোড সময় : ২৮-০২-২০২৪ ০৪:২৬:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০২-২০২৪ ০৪:২৬:৪০ অপরাহ্ন
ভক্তদের জন্য জামিলের নতুন চমক ফাইল ছবি
'মীরাক্কেল' খ্যাত অভিনেতা জামিল হোসেন। অভিনয়ের পাশাপাশি সে যে ভালো গান গাইতে পারে, সেটা ভক্তরা জানে। 'মীরাক্কেল'র মঞ্চ থেকেই তার কণ্ঠে বিভিন্ন ধরনের গান শোনা গেছে।

'আঁই হেতিরে ভালোবাসি' শিরোনামে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি গান করেছিলেন তিনি। এবার নতুন আরেকটি মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন জামিল।

গানের শিরোনাম 'আনমনে'। গানটির কথা ও সুর করেছেন জামিল নিজেই। সংগীতায়োজনে ছিলেন আকাশ মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন জাকিউল ইসলাম রিপন। গানে জামিলের সঙ্গে মডেল হয়েছেন মুনমুন আহমেদ মুন।

জামিল বলেন, বেশ রোমান্টিক একটি গান। শুটিং স্পটে আনমনেই গানটি লিখেছিলাম। তখনই সুর করি। উপস্থিত যারা শুনেছেন সবাই বলেছেন প্রকাশ পেলে গানটি হিট হবে। আমি মূলত অভিনয়ের মানুষ, তবে গানটাও শখের মধ্যে পড়ে। অনেকে আমাকে দেখলেই গাওয়ার আবদার করেন। ভাবলাম, সারা দেশের মানুষ আমার গান শুনুক। এখন থেকে গানে নিয়মিত হতে চাই।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ