ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভিকারুননিসার শিক্ষক মুরাদকে প্রত্যাহার

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৭-০২-২০২৪ ০৪:৩৯:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০২-২০২৪ ০৪:৩৯:৩০ অপরাহ্ন
ভিকারুননিসার শিক্ষক মুরাদকে প্রত্যাহার ফাইল ছবি
যৌন নির্যাতনের অভিযোগের মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগান বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।

যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক মুরাদকে প্রত্যাহারযৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক মুরাদকে প্রত্যাহার

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন ইনডিপেনডেন্ট টেলিভিশনকে তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে তোলা হবে।

এর আগে গত সোমবার মুরাদকে সাময়িক বরখাস্ত করে কলেজের পরিচালনা কমিটি। চলতি মাসের ৭ তারিখ কলেজ কর্তৃপক্ষের কাছে এই শিক্ষকের বিরুদ্ধে কোচিংয়ে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ করা হয়। তাঁকে চাকরিচ্যুত করার দাবিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধনও করেন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ