ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আইফোন

আইফোন কিনতে তাদের আট মাসের সন্তানকে বিক্রি

আপলোড সময় : ০২-০৮-২০২৩ ০৯:৪০:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৩ ০২:০১:৪৮ অপরাহ্ন
আইফোন কিনতে তাদের আট মাসের সন্তানকে বিক্রি আইফোন কিনতে তাদের আট মাসের সন্তানকে বিক্রি
 

আইফোন ১৪ কিনবেন, তাই বলে নিজের সন্তানকে বিক্রি করে! শুনতে অবাক করার মতো হলেও এমনই অভিযোগ উঠেছে ভারতীয় এক দম্পতির বিরুদ্ধে। শুক্রবার (২৮ জুলাই) ভারতীয় পুলিশ জানিয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার এক দম্পতি রিলস বানানোর জন্য আইফোন কিনতে তাদের আট মাসের সন্তানকে বিক্রি করে দিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের। 

 

প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার নিকটে পানিহাটির গঙ্গানগরে এ ঘটনা ঘটেছে। ইতিমধ্যে সাথী নামে অভিযুক্ত ওই মাকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বাবা জয়দেব ঘোষকে খুঁজতে পুলিশ অভিযান শুরু করেছে। 

 

এই ঘটনা প্রকাশ্যে কীভাবে এলো- এর বিস্তারিত সম্পর্কে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরেই ওই দম্পতির শিশু সন্তানকে দেখতে পাচ্ছিলেন না প্রতিবেশীরা। কিন্তু ওই দম্পতি একেবারে ভাবলেশহীন। এদিকে আইফোন ১৪ নিয়ে ঘুরছেন দম্পতি। নতুন ফোন কেনার টাকা কই পান এ নিয়েও তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। 

স্থানীয় এক সিনিয়র কর্মকর্তা পিটিআইকে বলেন, ওই দম্পতি তাদের সন্তানকে একজনের কাছে বিক্রি করে এবং একটি আইফোন ১৪ কিনেন। যেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভালো মানের রিলস বানাতে পারে। 

 

এই কর্মকর্তা জানান, অভিযুক্ত নারী তার সন্তানকে বিক্রি করার কথা স্বীকার করেছেন এবং জানিয়েছেন এই টাকা দিয়ে তারা অনেক জায়গায় ঘুরেছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এক মাস আগে এ ঘটনা ঘটেছে এবং এ নিয়ে পুলিশের কাছে গত ২৪ জুলাই একটি প্রতিবেদন করা হয়। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এই দম্পতির সাত বছর বয়সী এক কন্যা সন্তানও আছে। তাকেও বিক্রি করার পরিকল্পনা করেন জয়দেব। তবে তা আর বাস্তবায়ন হয়নি। 

খবরে বলা হয়েছে, বিক্রি হওয়া শিশুকে প্রিয়াঙ্কা ঘোষ নামে এক নারীর কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনিও একই জেলার বাসিন্দা। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই দম্পতির একজন প্রতিবেশী জানান, দুই লাখ রুপিতে ওই শিশুকে বিক্রি করা হয়। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনায় আরও তদন্ত চলছে।


 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ