ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ছেলেকে নিয়ে যে পোস্ট দিলেন রাকিব

বিনোদন ডেক্স
আপলোড সময় : ২৪-০২-২০২৪ ০২:১৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০২-২০২৪ ০২:১৪:৪৯ অপরাহ্ন
ছেলেকে নিয়ে যে পোস্ট দিলেন রাকিব ফাইল ছবি
দাম্পত্য জীবনে বনিবনা না হলেই বিচ্ছেদের পথে হাঁটেন তারকারা। দ্বিতীয়বারের মতো সংসার করার স্বপ্ন নিয়ে স্বামী রাকিব সরকারের সঙ্গে ঘর বেঁধেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাদের এই সংসারে 'ফারিশ' নামে একটি পুত্রসন্তানও রয়েছে।


তবে খুব বেশি দিন টিকল না মাহির এই সংসারও। গত ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় স্বামী রাকিবের সঙ্গেও বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, বর্তমানে ছেলেকে নিয়ে আলাদা থাকছেন বলেও জানান মাহি।

তবে প্রায়ই সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দেন মাহি। এবার ফারিশকে নিয়ে পোস্ট দিলেন বাবা রাকিব।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ছেলের সঙ্গে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রাকিব। ক্যাপশনে তিনি লিখেছেন — 'মাশাআল্লাহ, ফারিশ সরকার বাবা।'

ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে, ছেলের সঙ্গে খেলায় ব্যস্ত বাবা রাকিব। বেশ হাস্যোজ্জ্বল মুখেই ক্যামেরায় ধরা দিয়েছেন বাবা-ছেলে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারকে বিয়ে করেন মাহি। গেল বছরের ২৮ মার্চ ছেলে ফারিশের জন্ম দেন এই অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ