ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এসিআই মোটরস নেতৃত্ব দিচ্ছে জেনারেটর মার্কেটে

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৯-০২-২০২৪ ০৩:০২:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০২-২০২৪ ০৩:০২:২৬ অপরাহ্ন
এসিআই মোটরস নেতৃত্ব দিচ্ছে জেনারেটর মার্কেটে ফাইল ছবি
এফওয়াই ১৯ ডিজেল জেনারেটরের মাধ্যমে বাজারে এসিআই মোটরসের আয়ের অংশ ছিল ২ শতাংশ, যা চলতি বছর ২৭ শতাংশ পর্যন্ত বেড়েছে ।


বাংলাদেশে হিমোইনসা এবং ইয়রপাওয়ার ডিজেল জেনারেটরের পরিবেশক, এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসের মতে, ২০২৩-২৪ অর্থবছরে বাজারে শীর্ষস্থান অর্জন করেছে তাদের জেনারেটর ।

সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, ১০-৩,০০০ কেভিএ ক্ষমতার ডিজেল জেনারেটরের বাজারের আকার গত অর্থবছরে প্রায় ৮ শতাংশ হ্রাস পেয়েছে এবং মুদ্রাস্ফীতির কারণে এই অর্থবছরেও একই রকমের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক মন্দা, ডলার সংকটের কারণে সময়মতো আমদানি করা কঠিন হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, চলমান প্রকল্পগুলির মধ্যে মানসম্পন্ন পণ্য এবং পরিষেবা প্রদান আমাদেরকে অন্যান্য ব্র্যান্ডকে পেছনে ফেলে, বাজারের সর্বাধিক অংশীদারিত্ব অর্জন করতে এবং বাজারের নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছে।

মেগাপ্রকল্প, শিল্প এবং রিয়েল এস্টেট প্রকল্পের জন্য ২০২৩ সালে কেনা প্রায় ৬০০টি ডিজেল জেনারেটরের মধ্যে ইয়রপাওয়ার এবং হিমোইনসার শেয়ার ছিল যথাক্রমে ২৪ শতাংশ এবং ২১ শতাংশ। এসিআই মোটরসের সঙ্গে পাল্লা দিয়ে টেম্পেস্ট, এফজি উইলসন, ফেরবো, সিএট এবং ওয়েলল্যান্ড পাওয়ার বাজারে প্রতিযোগিতা করেছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ