ভাষা সাহিত্যসহ সব কিছুকে স্মার্ট করতে হবে: প্রধানমন্ত্রী
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
০১-০২-২০২৪ ০৪:৫২:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০২-২০২৪ ০৪:৫২:৫০ অপরাহ্ন
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশের পর এবার সরকারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ, তাই ভাষা সাহিত্যসহ সব কিছুকে স্মার্ট করতে হবে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অনেকে ডিজিটাল ফরমেটে বই পড়ে। ভাষা সাহিত্য এগিয়ে নিতে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। প্রকাশনায় ডিজিটাল ও অডিও মাধ্যম সংযোজনের আহ্বান। যুগের সাথে তাল মিলিয়ে চললে এগিয়ে যাবো।
তিনি আরও বলেন, অনুবাদকে সমৃদ্ধ করতে হবে। পড়ার অভ্যাস ছোটবেলা থেকে গড়ে তুলতে হবে। বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে হবে। অনেক আন্দোলনের সূতিকাগার হচ্ছে বাংলা একাডেমি। বইমেলা বড় জায়গায় কিভাবে আয়োজন করা যায়, তা ভাবার প্রয়োজন আছে।
প্রধানমন্ত্রী বলেন, স্কুল জীবন থেকে বই মেলায় আসতাম। প্রধানমন্ত্রী হিসেবে বইমেলায় এসে মজা নেই। নিরাপত্তার বেড়াজালে স্বাধীনতা হারিয়ে গেছে।
এর আগে ২০২৩ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। সাহিত্য বিষয়ে অবদানের জন্য ১১টি ক্যাটাগরিতে ১৬ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার দেয়া হয়।
বিকেলে ৩টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী। এবারের বইমেলার প্রতিপাদ্য হচ্ছে 'পড় বই, গড় দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ (বই পড়, দেশ গড়: বঙ্গবন্ধুর বাংলাদেশ)।'
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স