ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার বিপক্ষে বড় জয় খুলনার

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ৩০-০১-২০২৪ ০৪:৫৭:০১ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০১-২০২৪ ০৪:৫৭:০১ অপরাহ্ন
ঢাকার বিপক্ষে বড় জয় খুলনার ফাইল ছবি
শুরুটা ভালো হলেও শেষটা লজ্জার হলো দূরন্ত ঢাকার। তবে ৯ ওভার পর থেকে ছন্দ হারানো ঢাকা আর ঘুরে দাঁড়াতে পারেনি। খুলনাকে ১৩১ রানের লক্ষ্য দিলে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় বিজয় বাহিনী।

টস জিতে ব্যাট করারই সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট করতে নেমে দুই ওপেনার সাইম আইয়ুব এবং মোহাম্মদ নাঈম মিলে ৯ ওভারে গড়ে তোলেন ৭৫ রানের জুটি।

ওপেনিং জুটি ভাঙার পর থেকেই তাসের ঘরে পরিণত হয় ঢাকার শিবির। একে একে ভেঙে পড়ে নাঈম, সিয়াম, গুলবাদিনরা। দলে হয়ে দুই অঙ্কের স্কোর ছুঁয়েছেন চার জন্য ব্যাটার। তাদের মধ্যে ওপনিং জুটির নাঈম ৪১ ও সিয়াম আইয়ুব ৩৫ রান করেন। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৩০ রান।

জবাবে ব্যাট করতে নেমে ১৪ দশমিক চার ওভারে কোনো উইকট না হারিয়ে জয় তুলে নেয় খুলনা টাইগার্স। তবে ১৩ বলে ২৬ রান করে রিটায়ার্ড হার্ট হন ইভান লুইস। বাকি পথ পাড়ি দেন অধিনায়ক এনামুল বিজয় ও আফিফ। ৪৮ বলে ৫৮ রানে বিজয় এবং ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

বিপিএল-এর আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল খুলনা টাইগার্স। অপরদিকে প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে হেরেছে দুর্দান্ত ঢাকা।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে ঢাকা।

জয়ের ধারা ধরে রাখতে একই একাদশ নিয়ে খেলছে খুলনা। অন্যদিকে তিন পরিবর্তন এনেছে ঢাকা। বাদ পড়েছেন লাসিথ ক্রুসপুল, দানুশঙ্কা গুনাথিলাকা এবং আলাউদ্দিন বাবু। তাদের জায়গায় খেলবেন উসমান কাদির, গুলবাদিন নাইব এবং মেহেরব হোসেন অহিন।

খুলনা একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন  শানাকা, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, মোহাম্মদ নাওয়াজ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, মোহাম্মদ ওয়াসিম, নাসুম আহমেদ।

ঢাকা একাদশ: নাঈম শেখ, সায়েম আইয়ুব, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর, গুলবাদিন নায়েব, মেহরব হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, উসমান কাদির।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ