ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এবার পিটিয়ে মেরেই ফেললো ভাই-ভাতিজা

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৯-০১-২০২৪ ০২:৪২:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০১-২০২৪ ০২:৪২:৩০ অপরাহ্ন
এবার পিটিয়ে মেরেই ফেললো ভাই-ভাতিজা ফাইল ছবি
গাজীপুরে জমি নিয়ে বিরোধে এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ও দুই ভাতিজার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। নিহতের মেয়ে জানায়, এর আগেও তারা বাবাকে মেরেছে।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের সাজনধারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রেজা সাঈদ আল মামুন (৫৫)। তিনি ওই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। মামুন উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।

পরিবার জানায়, বিকালে মামুন বাড়ির পাশে একটি খেতে জমে থাকা আগাছা পরিস্কার এবং আইল কাটা শুরু করেন। জমিতে কাজ করা অবস্থায় পেছন থেকে হঠাৎ তার ছোট ভাই মজিবুর, তার ছেলে সুমন ও সেজান লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি মারধর করে। খবর পেয়ে বাড়ির ও আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু তখনই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রাত ৮ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করেন।

নিহতের মেয়ে সুমাইয়া শাহরিন জানান, এর আগেও কয়েকবার তার বাবাকে তারা মেরেছে।

    নিপা ভাইরাসে বছরের প্রথম মৃত্যু দেখলো মানিকগঞ্জনিপা ভাইরাসে বছরের প্রথম মৃত্যু দেখলো মানিকগঞ্জ

এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, তাদের মধ্যে জমি জমার বিরোধ রয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ রাত আটটার দিকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করেছে। মরদেহের ময়নাতদন্ত ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একাত্তর

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ