ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তৌসিফ-পায়েলের 'বউ বোঝে না-২'

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৯-০১-২০২৪ ০২:৩৯:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০১-২০২৪ ০২:৩৯:৪৮ অপরাহ্ন
তৌসিফ-পায়েলের 'বউ বোঝে না-২' ফাইল ছবি
মাস দশেক আগে মুক্তি পেয়েছিল তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল জুটির বিশেষ নাটক 'বউ বোঝে না'। সিএমভি'র ব্যানারে মাসরিকুল আলম নির্মিত নাটকটি এরমধ্যে প্রায় দুই কোটি দর্শক দেখেছেন।

সোহাইল রহমানের চিত্রনাট্যে এ নাটকে দেখা গেছে দু'জন মানুষের বিয়ের গল্প আর একটি আজব স্বপ্ন।

দুইশত বছর আগে মারা যাওয়া ব্যক্তির হঠাৎ আগমন!দুইশত বছর আগে মারা যাওয়া ব্যক্তির হঠাৎ আগমন!

এর দশ মাসের মাথায় ফের একই টিম হাজির হচ্ছে তাঁদের নতুন গল্প নিয়ে। 'বউ বোঝে না-২' নামের এই নাটকে দেখা যাবে বিয়ে পরবর্তী হানিমুনের গল্প।

অন্য একটি দৃশ্যে পায়েল-তৌসিফ।অন্য একটি দৃশ্যে পায়েল-তৌসিফ। ছবি: সিএমভি

নির্মাতা মাসরিকুল জানান, প্রথম গল্প থেকে দর্শকদের দারুণ সাড়া পাওয়ার সূত্র ধরে আবারও একই পাত্র-পাত্রী নিয়ে তাঁরা নির্মাণ করেছেন নতুন গল্প। প্রত্যাশা করছেন, এবারও দর্শকরা মুগ্ধ হবে নতুন দম্পতির হানিমুন জটিলতা দেখে।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই 'বউ বোঝে না-২' উন্মুক্ত হচ্ছে সিএমভি'র ইউটিউব চ্যানেলে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ