ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ , ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ, নিহত ৪০

পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ, নিহত ৪০

আপলোড সময় : ৩১-০৭-২০২৩ ০৭:৫৪:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৭-২০২৩ ০৭:৫৪:৫৭ অপরাহ্ন
পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ, নিহত ৪০ পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ, নিহত ৪০

পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে একটি রাজনৈতিক দলের সম্মেলনে বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন। কে বা কারা এই হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বিস্ফোরণস্থল আফগানিস্তান সীমান্তের কাছেই অবস্থিত। রবিবার প্রদেশের খার বাজাউর জেলার তেহসিল জেলায় জামিয়াত উলেমা ইসলাম–ফজল বা জেইউআই–এফ নামের একটি দলের সম্মেলনে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মকর্তা সাদ খান বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, জেইউআই-এফ দলটির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজনকে দেখা গেছে।

পরে পুলিশের একটি দল ঘটনাস্থল ঘিরে রাখেন। সম্মেলনে একজন গুরুত্বপূর্ণ নেতার ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু ঐ নেতা পৌঁছার আগেই বিস্ফোরণ ঘটে। দলটির নেতারা আজকের হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। জেইউআই–এফ দলটি বর্তমান ক্ষমতাসীন জোটের শরীক বলে জানা গেছে।খবর:পার্সটুডে

print

শেয়ার করুন


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ