ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞার আশায় বিএনপির দিন চলে যায়: কাদের

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৬-০১-২০২৪ ০৬:১৬:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০১-২০২৪ ০৬:১৬:৩৫ অপরাহ্ন
নিষেধাজ্ঞার আশায় বিএনপির দিন চলে যায়: কাদের ফাইল ছবি
নিষেধাজ্ঞা ও ভিসা নীতির শঙ্কা উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা জানান তিনি।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, 'ভিসা নিষেধাজ্ঞার আশায় আশায় দিন চলে যায়। আশাটা আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকে। নির্বাচনও তো শেষ। নির্বাচন করেনি, (বিএনপি) কত বড় ভুল করেছে অচিরেই তারা সেটা টের পাবে।'

বিএনপির কালো পতাকা মিছিলকে পরাজয়ের মিছিল বলেও অবিহিত করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, 'তাদের এখন কালো পতাকার মিছিল। এটা হলো শোক পালনের মিছিল। কালো পতাকা তো শোকের চিহ্ন, তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে আমরা পরাজয় বরণ করছি।'

বিএনপি ডামি বিরোধী দল মন্তব্য করে কাদের বলেন, 'ওরা ডামি হয়ে গেছে। শোকে পাথর হয়ে গেছে। নেতাকর্মীদের ঘুম নেই। আশা হারিয়ে ফেলেছে, সবার মধ্যে এখন হতাশা।'

আন্দোলনের সামে সহিংসতা কঠোরভাবে দমন করা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, 'আন্দোলন চালান কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করবেন, মানুষের রুটি রোজগারে ও গরীব মানুষকে বাধা দেবেন, আন্দোলনের নামে হরতাল অবরোধ, ট্রেনে আগুন, বাসে আগুন, অগ্নিসন্ত্রাস করবেন; এটা কঠোর হস্তে দমন করা হবে। এসব ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।'

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ