চীনের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৯ জনের মৃত্যু
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২৫-০১-২০২৪ ১০:৫৬:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-০১-২০২৪ ১০:৫৬:৫৩ পূর্বাহ্ন
ফাইল ছবি
চীনের সিনইউ নগরীতে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৯ জন।
স্থানীয় সময় বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
বিবিসি জানায়, আগুনের সূত্রপাত হয় ওই দোকানের বেজমেন্ট থেকে।
চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস অগ্নিকাণ্ডের ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ভবনের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে এবং লোকজনকে জানালা দিয়ে লাফ দিতে দেখা যায়। বিবিসি অবশ্য স্বাধীনভাবে ওই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি।
আগুন লেগে হতাহতের এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
খান ইউনিসে চলছে হত্যাযজ্ঞ, যুদ্ধবিরতি অনিশ্চিতখান ইউনিসে চলছে হত্যাযজ্ঞ, যুদ্ধবিরতি অনিশ্চিত
বুধবারের এ ঘটনার মাত্র কয়েক দিন আগে চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশে একটি স্কুলের ডরমিটরিতে আগুন লেগে ১৩ শিশু মারা যায়। পরে স্কুলের সাত কর্মীকে অবহেলার দায়ে গ্রেপ্তার করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স