ড. ইউনূসকে নিয়ে মার্কিন সিনেটরদের চিঠি দুর্ভাগ্যজনক : অ্যাটর্নি জেনারেল
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২৫-০১-২০২৪ ১০:৫৩:০১ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-০১-২০২৪ ১০:৫৩:০১ পূর্বাহ্ন
ফাইল ছবি
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো ১২ মার্কিন সিনেটরের চিঠিতে বাংলাদেশের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, 'কোনো দেশের বিচার প্রক্রিয়া না জেনে কোনো ধরনের মন্তব্য বা প্রতিক্রিয়া দেওয়া সঠিক নয়।'
সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে ড. ইউনূসকে নিয়ে ১২ সিনেটরের চিঠির বিষয়ে এক প্রতিক্রিয়ায় বুধবার (২৪ জানুয়ারি) এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
এ এম আমিন উদ্দিন বলেন, 'প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত চিঠি দেওয়া সমুচিত নয়। কারণ, তিনি বিচার বিভাগের কেউ নন। প্রকাশ্য আদালতে ড. ইউনূসের মামলার বিচার হয়েছে। এটা নিয়ে কারও কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া থাকলে তা অবহিত করার ব্যবস্থা রয়েছে। সেখানে তারা তাদের বক্তব্য দিতে পারেন। বহির্বিশ্বের যেসব ব্যক্তি বা সংস্থা ড. ইউনূসের মামলা নিয়ে কথা বলছেন, তারা বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে কিছু জানেন না অথবা কেউ তাদের প্রভাবিত করে এসব কাজ করাচ্ছে।'
ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২২ জানুয়ারি চিঠি পাঠিয়েছেন মার্কিন পার্লামেন্টের ১২ জন সিনেটর।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স