ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শীতের তীব্রতার মধ্যেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৫-০১-২০২৪ ১০:৩৪:৩৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-০১-২০২৪ ১০:৩৪:৩৭ পূর্বাহ্ন
শীতের তীব্রতার মধ্যেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি ফাইল ছবি
দেশজুড়েই তীব্র শীত। শীতের তীব্রতার মধ্যেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে বিভিন্ন অঞ্চলে। মৃদু শৈত্যপ্রবাহ বইছে রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে। ঘন কুয়াশার কারণে আজও দেশের অনেক এলাকাতেই দেখা নেই সূর্যের।

দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের কিছু জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

হাড়কাঁপানো শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় স্কুল বন্ধ রয়েছে, পাবনা, সিরাজগঞ্জসহ কয়েকটি জেলায়। এদিকে, গতকাল রাতে দেশের বেশকিছু জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৮-৬ ডিগ্রি সেলসিয়াসে থাকলে সেটিকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ